জন্মদিনের আগের সন্ধেয় অনেককিছুই করা যায়।
যেমন – প্রাচীন পাপ, একক মৃগয়া এবং আনকোরা প্রেম।
জন্ম, বলতে, বার্থ ডে কেকের আইসিং নয়,
মনে পড়ে, হারিয়ে যাওয়া কমিকস, হাতচিঠি, সাইকেল
ও অতর্কিত চুমু।
জন্মদিনের আগে, মায়েরও এসব মনে পড়ে খুব
সেইসব মায়াময়, দুধগন্ধী নির্ঝরিণীর জল,
শেষ হয় না, কখনো।
এই প্রিলিউড, তাই খুব নির্জনে বাজে
এবং যে কোনও সময়ে অনেককিছুই ঘটে যেতে পারে
বুক ঠুকে, মাশাআল্লা বলে দেওয়া যায়
তুই, শালা, আমারই প্রেমিক!