চৌকাঠ না থাকা ঘরে খিদে নেই
একথা জানে না চাকা
শুধুই অতিক্রম, খোলার শব্দ, গতির সঙ্গে আশনাই
আদৌ তৈরি না হওয়া ঠিকানা প্রসব করবে বলে
যখন অপেক্ষায় কাঁটাতার
কী কী সব ভুলে গেছি ভেবে বনমালী
বাসি কুঞ্জেই ফিরে আসি
মচকানো ফুল, ছেঁড়া লতায় দংশন ক্ষত দেখে
স্থিতির প্রিল্যুড বেজে যায়…