এই তো ক‘দিন আগে
সব কত সহজ ছিল যেন
দুই বিন্দুর মাঝে সরল রেখার মতো
পাশের বাড়ির অনিমেষবাবুর নাতি
খোলা ছাদেই খুঁজে পেত খড়কুটো
অমনি বৃষ্টি নামল রাতে
গভীর রাতে
তার ছাট-ছোঁয়ানো গায়ে
খালি গায়ে…
সহজে সহজ ছিল সেদিন
খোলা জানলার ধারে শুয়ে
চশমার কাচ ভিজছে আরও ভিজবে ব‘লে
দেওয়াল ভিজলে তাতে ছবি আঁকে রাই
প্রচ্ছদে কীর্তন
খুব ভোরে টগর কুড়িয়ে
নকশি করা ফ্রকের কোল
মায়ের গন্ধ লেগে থাকা
অগাধ স্নিগ্ধ বোল
সে চলে গেল কঠিনের দেশে–
এই তো ক‘দিন আগে
সব কত সহজ ছিল যেন
দুই বিন্দুর মাঝে সরল রেখার মতো
মারির আগে শ্রাবণ মাসে
ফেসবুক ছিল না মায়ের আলনার পাশে
হঠাৎ ফালাফালা কেটে
এক কলসি জল
ভরা দিঘির বুক সয়ে নেয়
তরল মেঘের তল
টিঁকল না মন টিঁকল না জন
উড়ান নিয়েছে সহজে ভাল থাকা
আদতে হারানো ধেনুর গায়েই
প্রকৃতার্থে সহজকে আগলে রাখা–
*ছবি সৌজন্য: Pixabay