ঝরঝর করে হাতের হাওয়া
মুখুজ্জেদের শীতের দাওয়া
চাদর নিয়ে ব’সে
অঙ্ক কষে। পিঠে পায়েস।
বেড়ালটা কি করছে আয়েস
ঘুমন্ত পাপোশে ?
তরজা চলছে দরজা খোলা
মরাই বাঁধা, ধানের গোলা
খড়ের গাদাগাদি
এমন সময় চারটে চড়াই
গনগনে আঁচ উড়ছে কড়াই
বলছে, এসো, রাঁধি!
*ছবি সৌজন্য: Essay Avenue