
কবিতা: সংসর্গ শ্লোক
প্রতিটা একা থাকা বুক জানে / মৃত্যু এর চেয়ে সহজ। / আমার প্রতিটা কাজে /ঘুরেফিরে আসে যেই সংসর্গ শ্লোক, /
তা যেন লিখতে পারি
(0 Posts)
প্রতিটা একা থাকা বুক জানে / মৃত্যু এর চেয়ে সহজ। / আমার প্রতিটা কাজে /ঘুরেফিরে আসে যেই সংসর্গ শ্লোক, /
তা যেন লিখতে পারি
তার চোখের আলো যদি এসে পড়ে মুখে, / প্রতিটা একা থাকা বুক জানে / মৃত্যু এর চেয়ে সহজ।… মগজের গহীন আঁধারে শব্দের ওঠাপড়া বিদিশা দে-র
আর্দ্রতা জেনে নেয় ভেতরের খবর, চাপা আস্কারা
বিস্তর দাম্পত্য এসব।
আমি অনায়াসে লিখে ফেলি একদিস্তা
আধভেজা আঁচলে ঢেউ ছিল যত।
অসুখের ইতিহাসে নীরব কান্নার বিবরণ আছে, জেনো।
অভিমান ঘনিষ্ঠ হলে যে ব্যক্তিগত সুখ হয়
তার নীচে জমা থাকে এক-একটা এপিসোডিক বিরতি
নিশ্চিত
Notifications