অনেক দিন ধরেই শ্বাসকষ্টের কারণে ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যার ফলে কখনও কখনও শুটিং ছেড়ে বেরিয়েও যেতে হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে। হঠাৎ শ্বাসকষ্ট এবং উচ্চরক্তচাপজনিত অসুস্থতার কারণে এ বার হাসপাতালে ভর্তি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ৮৪ বছরের অভিনেতাকে। প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারের তরফে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।
মাস কয়েক আগে শৈবাল মিত্রের ‘দেবতার গ্রাস’ ছবির শুটিং করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌমিত্র। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন মনোবল জোগানোর চেষ্টা করলেও শ্বাসকষ্টের কারণে সৌমিত্র সে বার সেট ছেড়ে চলে যান। তবে সে বার সুস্থ হতে বেশি সময় লাগেনি প্রবীণ অভিনেতার। তার পরে গত মাসে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘সাঁঝবাতি’র শুটিংও করেন তিনি। এই ছবিতে দেব, পাওলি এবং সোহিনী সেনগুপ্তও রয়েছেন। গত মাসেই মুক্তি পেয়েছিল তাঁর এবং মমতাশঙ্কর অভিনীত ‘শেষের গল্প’।