গল্প: তিন কন্যার জন্য | কোরক বসু
রচনা : কুহকী | পাঠ : কোরক বসু
দিশাহারা বোধ করছে রমেশ। হতাশ। অবসন্ন। কিছুই ভালো লাগছে না। একমাত্র মেয়ে, তার প্রাণাধিক প্রিয় রূপাকে নিয়ে গত কয়েকবছর ধরে লাগাতার টানাপোড়েন চলছে তো চলছেই। কারণ আর কিছুই না, রূপা ঠিক করেছে তার থেকে বয়েসে বারো বছরের বড় একজনকে বিয়ে করবে। তাও ঠিক ছিল, যদি না, লোকটা বিপত্নীক হত। তার আবার একটা দশ বছরের মেয়েও আছে। রূপার নাকি মেয়েটার প্রতিও খুব মায়া পড়ে গেছে। মেয়েটার জন্যেই রূপা আর লোকটার প্রথম পরিচয় ঘটেছিল এবং তার জন্যেই নাকি আজ এই সম্পর্কটাকে আরও একধাপ বাড়ানোর কথা ভাবছে ওরা। Read more