Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

রেসিলিয়েন্ট রবি – রবীন্দ্রনাথ প্রসঙ্গে ডঃ অমিত রঞ্জন বিশ্বাস

আজকের দিনে এই করোনা আক্রান্ত বিপর্যস্ত দেশে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, তাহলে তিনি কি করতেন ? তিনি কি ভীত হয়ে পড়তেন ? কলকাতা ছেড়ে শান্তিনিকেতনে গিয়ে গ্রামের পরিবেশে বাস করতেন, ছাত্র ছাত্রীদের কাছে আসতে দিতেন না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেন ? রক্ত মাংসের মানুষ হলেও তাঁর জীবন থেকে আমরা বার বার দেখেছি, যে তিনি সকল যরা-ব্যাধি, মৃত্যুচিন্তা, দুঃখ, যন্ত্রণা, শোক বারবার অতিক্রম করেছেন এক অতিমানবীয় শক্তিতে। তাঁর জীবন থেকে আমাদের অনেক শেখার আছে। এই Covid-19 আমাদের জীবনে যখন এক অসম্ভব ধাক্কা দিয়ে চলেছে, সেই কঠিন সময়ে আজ এই মানুষটির কাছ থেকে আমরা কি কি শিখতে পারি ? আসুন দেখে নেওয়া যাক তাঁর রচনার মধ্যে দিয়ে। বিশিষ্ট প্রবাসী চিকিৎসক ড: অমিত রঞ্জন বিশ্বাসের উপস্থাপনায় TRIBE Cafe-এর নিবেদন “RESILIENT ROBI”।

Share
Tweet
Share
Author Pallavi Majumdar

লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!