বাংলা লাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা যুক্তাক্ষরী। কয়েকটা শব্দের যুক্তাক্ষর থেকে বর্ণ লোপাট করা হয়েছে। তবে কোন জায়গা থেকে কোন বর্ণ লোপাট করা হয়েছে তা চিনতে হবে আপনাকেই। চিহ্নের কোনো পরিবর্তন করা হয়নি। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? চটপট খেলুন আর ঝটপট জিতে নিন পুরস্কার।


গত সপ্তাহের সঠিক উত্তর: ১) ইতিহাসবিদ, ২) চোরাচালান, ৩) মহাজাগতিক, ৪) বিমানচালক
লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সঠিক উত্তরদাতাদের নাম – অমৃতা রায়, মীনা কুমারী দেবী, সঞ্চিতা সাঁতরা, পাপুন দলুই, দীপঙ্কর কর্মকার