বাংলালাইভ এবং শব্দবাজির যৌথ উদ্যোগে আজকের খেলা মাঝাই। দুটো শব্দের মাঝের শূন্যস্থানে এমন একটি শব্দ বা শব্দাংশ বসাতে হবে যাতে দুদিকেই দুটো শব্দ সম্পূর্ণ হয়। একাধিক উত্তর সম্ভব। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? খেলুন আর জিতুন।


গত সপ্তাহের সঠিক উত্তর: সুধীজন, যমুনাতীর, ঠিকমতো, সাধনভোজন
লটারির মাধ্যমে বেছে নেওয়া পাঁচজন সৌভাগ্যবান বিজয়ীর নাম: নীলাঞ্জনা মাজি, আনন্দ ধারা, শ্যামলী সরকার, অপরাজিতা রায় চৌধুরী, মালবিকা দাস